পাইথন প্রোগ্রামিং শিখে ক্যারিয়ার গরুন।

 Ø  বর্তমান বিশ্বে পাইথন প্রোগ্রামিং একটি অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। পাইথন ভাষা তৈরি করেন গুইডো ভন রুযাম (Guido van Rossum)। ১৯৮৯ সালে পাইথন তৈরির কাজ শুরু হয়, পাইথন দিয়ে ওয়েব, মোবাইল, ডেস্কটপ ইত্যাদি প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার তৈরি করা যায়। পাইথন প্রোগ্রামিং এর ২ টি ভার্সন রয়েছে। একটি python 2x আর একটি python 3x . বর্তমানে পাইথন ৩ ভার্সন টি চলছে। পাইথন খুবই সহজ একটি প্রোগ্রামিং ভাষা। আপনি যদি একটি লাইন প্রিন্ট করতে চান তাহলে এই নিচের লাইনটি লিখলে Hello World প্রিন্ট হয়ে যাবে। 

print("Hello World")

আপনারা যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান তাহলে এই ভিডিও টা দেখতে পারেন।😍



👉বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পাইথনের প্রতি আগ্রহ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। 

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.